রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
MENU
#
daily-fulki

সাভার থানার মামলায় জঙ্গি সংগঠন আনসার ফিল হিন্দালের প্রধান গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ডে


স্টাফ রিপোর্টার : জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান শামিন মাহফুজকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

সাভার মডেল থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলায় মঙ্গলবার থেকে তাকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে এটিইউ।

এটিইউ জানায়, গতকাল সোমবার (১৪ জুলাই) নারায়ণগঞ্জ থেকে শামিন মাহফুজকে গ্রেফতার করা হয়। পরে সাভার থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে আদালকে পাঠানো হয়। এ সময় আদালতে তার রিমান্ড আবেদন করা হয়। এরপর শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এটিইউ কর্মকর্তা জানান, ২ জুলাই সাভার থেকে ফয়সাল নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ৩ জুলাই তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ৫ জুলাই সাভার মডেল থানায় ফয়সালসহ আরও পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন এটিইউর পরিদর্শক আব্দুল মান্নান।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন, আল ইমরান ওরফে ইঞ্জিনিয়ার ইমরান হায়দার, রেজাউল করিম আবরার, আসিফ আদনান, জাকারিয়া মাসুদ এবং সানাফ হোসেন। তারা টিটিপির সঙ্গে সম্পৃক্ত বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।

শামিন মাহফুজ এই মামলার এজাহারভুক্ত আসামি নন। এটিইউ‘র ওই কর্মকর্তা বলছেন, শমিনও টিটিপির সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তথ্যের জন্য রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, ফয়সাল ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরব থেকে পাকিস্তানের তুরখাম সীমান্ত দিয়ে আফগানিস্তানে প্রবেশ করে। সেখানে তার সঙ্গে ছিলেন আহমেদ জুবায়ের ওরফে যুবরাজ নামের আরও একজন বাংলাদেশি। পাকিস্তানের ওয়াজিরিস্তানে জুবায়ের আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হন।

এটিইউ-এর এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় র‍্যাব শামীন মাহফুজকে গ্রেফতার করে এটিইউ-এর কাছে হস্তান্তর করে। পরে তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

এটিইউ কর্তৃক সাভার মডেল থানায় দায়ের করা এক মামলার এজাহারে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে ইউনিটটি জানতে পারে—টিটিপির মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে কয়েকজন যুবক পাকিস্তান হয়ে আফগানিস্তানে গিয়ে ইসলামী শরীয়াভিত্তিক শাসন কায়েমের চেষ্টা করছে। এই তথ্যের ভিত্তিতে গত ২ জুলাই সাভারের দরিয়ারপুর এলাকায় মমতাজ ম্যানশনের ‘ভাই ব্রাদার্স টেলিকম’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল জানায়, টিটিপির আদর্শে উদ্বুদ্ধ হয়ে সে ও আহমেদ জুবায়ের গত বছরের ১৮ অক্টোবর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যায়। পরে তারা ২৯ অক্টোবর পাকিস্তানে পাড়ি জমায় এবং ৬ নভেম্বর তুরখাম সীমান্ত দিয়ে আফগানিস্তানে প্রবেশ করে। এরপর ফয়সাল পাকিস্তানের করাচি হয়ে দুবাই ঘুরে ১৬ নভেম্বর দেশে ফিরে আসে। তবে তার সঙ্গী জুবায়ের পাকিস্তানের ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর গুলিতে নিহত হন।

ফয়সালকে প্রথমে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে উপস্থাপন করা হয়। পরে গত ৫ জুলাই তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ফয়সালের দাবি অনুযায়ী—একজন আল ইমরান ওরফে ইঞ্জিনিয়ার ইমরান হায়দারের মাধ্যমে সে টিটিপির আদর্শে অনুপ্রাণিত হয়। ইমরান বর্তমানে বাংলাদেশে টিটিপির পক্ষে কাজ করছেন। তার সঙ্গে ফয়সালের নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ হতো। তারা বাংলাদেশে টিটিপির সদস্য সংগ্রহ, তথাকথিত খেলাফতের দাওয়াত ছড়ানো ও ধর্মীয় উগ্রবাদে উদ্বুদ্ধ করার কার্যক্রম চালাচ্ছিল।

ফয়সালের জবানবন্দিতে আরও উঠে এসেছে, তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল রেজাউল করিম আবরার, আসিফ আদনান, জাকারিয়া মাসুদ ও সানাফ হাসানের সঙ্গে—যারা সবাই কথিত ‘জিহাদের’ প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।

প্রসঙ্গত, টিটিপি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার একটি সহযোগী সংগঠন। ২০০৭ সালে বায়তুল্লাহ মেহসুদের নেতৃত্বে সংগঠনটি আত্মপ্রকাশ করে এবং ২০১১ সালে জাতিসংঘ এটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। সংগঠনটি মূলত পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত অঞ্চলে সক্রিয় এবং আফগানিস্তানে অবস্থান নিয়ে পাকিস্তানে ইসলামি শরিয়া কায়েমের লক্ষ্যে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে।

এদিকে এটিইউ-এর একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সদ্য গ্রেফতার হওয়া শামীন মাহফুজ অতীতেও জঙ্গিবাদ সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিল। তাকে একবার রাজধানীর কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি) গ্রেফতার করেছিল। সে পার্বত্য চট্টগ্রামে কুকি-চিন বিদ্রোহীদের সহায়তায় ‘আল শ্বারকীয়া’ নামে একটি নতুন সংগঠন গড়ে তোলে এবং সদস্যদের অস্ত্রের প্রশিক্ষণ দিতো। ২০২৩ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর জামিনে মুক্ত হয় শামীন মাহফুজ।

 

 


 

 

 

সর্বাধিক পঠিত