ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তিন জনসহ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেফতাররা হলেন-ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের চর সুঙ্গর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান (৬০), একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ইমান আলী (৫৫), সুয়াপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন (৫০), সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বসির উদ্দিন (৩৮), ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন (৪০), বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হাসেম বকুল (৪৬)।
পুলিশ জানায়, ধামরাই থানা এলাকায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের ছয় জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের ধামরাই থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তিন জন ও অপর একটি মামলায় আরও তিন জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সক্রিয় কর্মী।
