বুধবার, 26 নভেম্বর 2025
MENU
daily-fulki

আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে ১১ জন গ্রেফতার | dailyfulki


আশুলিয়া প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অনলাইনে ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই ঢাকা-আরিচা এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা।

পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে তল্লাশি চৌকি এবং বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এ সময় সাভার আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই মহাসড়কে গণপরিবহণের সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতা বা সহিংসতার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া, বুধবার গভীর রাতে ও বৃহস্পতিবার সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জনসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সর্বাধিক পঠিত