রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
MENU
#
মানিকগঞ্জে সাবেক নারী কাউন্সিলর জেসমিন আটক | dailyfulki
daily-fulki

মানিকগঞ্জে সাবেক নারী কাউন্সিলর জেসমিন আটক | dailyfulki


মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ পৌরসভার সাবেক নারী কাউন্সিল ও জেলা যুবলীগের আহ্বায়কের বান্ধবী জেসমিন আক্তারকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে ওই নারী কাউন্সিলরকে শহরের নিজ বাসা থেকে আটক করা হয়।

জানা যায়, জেলা সদরের পৌর এলাকার পশ্চিম দাশড়া এলাকায় সদর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জেসমিন আক্তারকে নিজ বাসা থেকে আটক করে।

জেসমিন আক্তার মানিকগঞ্জ পৌরসভার (৭, ৮ ও ৯) নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং যুবলীগের আহ্বায়ক আব্দুল রাজ্জাক রাজা’র কথিত বান্ধবী।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, আওয়ামী লীগ নেত্রী ও সাবেক পৌরসভার কাউন্সিলর জেসমিন আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানতে পারবো। 
 

সর্বাধিক পঠিত