বুধবার, 26 নভেম্বর 2025
MENU
daily-fulki

অবশেষে সাভারে অর্গানিক খাদ্য পণ্য ও কৃষি পণ্য প্রদর্শনী মেলা বন্ধ হলো | dailyfulki


স্টাফ রিপোর্টার : দৈনিক ফুলকি ও ফুলকির অনলাইন নিউজ পোর্টাল dailyfulki.com -এ সংবাদ প্রকাশের পর সোমবার (১০ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে মেলা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু এ নির্দেশ উপেক্ষা করে সোমবারও মেলা চালিয়ে যায় আয়োজক কর্তৃপক্ষ। এ নিয়ে মঙ্গলবারও (১১ নভেম্বর) ফুলকিতে সংবাদ প্রকাশ হলে দুপুরে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন পুলিশ নিয়ে মেলা বন্ধ করে দেন।  


জানা যায়, মেলা বন্ধে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের বিচার শাখার নির্দেশপত্রে বলা হয়েছে, সাভার পৌরসভার গেন্ডা এলাকায় ইমু সাহেবের বালুর মাঠে মাসব্যাপী অর্গানিক খাদ্য পণ্য, কৃষি পণ্য প্রদর্শনী ও শিল্প বাণিজ্য মেলা-২০২৫ শর্ত ভঙ্গের অভিযোগে বাতিল করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের বিচার শাখার সিনিয়র সহকারী কমিশনার এস এম আব্দুল্লাহ বিন শফিক স্বাক্ষরিত এক পত্রে এ কথা জানিয়েছেন। বিষয়টি অর্গানিক খাদ্য পণ্য, কৃষি পণ্য প্রদর্শনী ও শিল্প বাণিজ্য মেলার আয়োজক বাংলাদেশ অর্গানিক ফারমার্স এন্ড রিটেলার্স এসোসিয়েশনের (বোফারা) সভাপতি জাহাঙ্গীর আলম তুষারকে জানিয়ে দেয়া হয়েছে।


সহকারী কমিশনার এস এম আব্দুল্লাহ বিন শফিক স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, মেলা অনুমতি পত্রের শর্ত ৬, ৭ ও ১০ নম্বর লঙ্গিত হয়েছে বিধায় অনুমতি পত্রের ১১ নম্বর শর্ত মোতাবেক অদ্য ১০-১১-২০২৫ ইং তারিখ হইতে মেলার অনুমতিপত্র বাতিল পূর্বক মেলা বন্ধের নির্দেশ প্রদান করা হইলো। যার স্মারক নম্বর ০৫.৪১.২৬০০.০০০.০১১.১৮.০০০৫.২৫.২৭০১/১(৫)। কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ের নিষেজ্ঞা অমান্য করে মেলা চালিয়ে যাচ্ছিল আয়োজ কর্তৃপক্ষ।


প্রসঙ্গত, ফুলকি’র রিপোর্টে বলা হয়, মেলায় অর্গানিক খাদ্য ও কৃষি পণ্যের পরিবর্তে নিম্নমানের খাদ্য, পোশাক, বিনোদনমূলক গেমস ও সন্দেহজনক স্টলের আধিক্য লক্ষ্য করা গেছে। এছাড়াও আবাসিক এলাকায় মেলা চলায় উচ্চ শব্দে মাইক বাজানোর কারণে আশপাশের হাজার হাজার শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে। আগামী কিছুদিনের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরিক্ষা অনুষ্ঠিত হবে। এতে ছাত্রছাত্রীদের লেখাপড়া দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। তারা অবিলম্বে আবাসিক এলাকায় মেলার নামে জুয়া খেলা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন।
 

সর্বাধিক পঠিত