স্টাফ রিপোর্টার : দৈনিক ফুলকি ও ফুলকির অনলাইন নিউজ পোর্টাল (dailyfulki.com)-এ সোমবার (১০ নভেম্বর) ‘সাভারে ‘অর্গানিক খাদ্য পণ্য ও কৃষি পণ্য প্রদর্শনী মেলার নামে জুয়া খেলা হচ্ছে’ শিরোনামে সংবাদ প্রকাশের পর ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে মেলা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু জেলা প্রশাসনের এ নির্দেশ অমান্য করে সোমবার (১০ নভেম্বর) মেলা চালিয়ে যাচ্ছেন আয়োজক কর্তৃপক্ষ। এ নিয়ে এলাকাবাসির মধ্যে দারুণ ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মেলা বন্ধের নির্দেশের ব্যাপারে সাভার উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের বিচার শাখা থেকে আজ (সোমবার) মেলার কার্যক্রম বন্ধের আদেশ দেয়া হয়েছে। এ আদেশ কার্যকরা করার জন্য ওসি সাহেবকে আদেশনামাটি পাঠিয়েছি। তিনি বিষয়টি দেখবেন।
এ ব্যাপারে সোমবার রাত ৯টারদিকে সাভার মডেল থানার ওসি মো: জুয়েল মিঞার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ইউএনও মহোদয় মেলা বন্ধের আদেশ আমার হোয়াটঅ্যাপে পাঠিয়েছে, আমি দেখেছি। কিন্তু আমার জনবল সীমিত। বিষয়টি আমার ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অতিরিক্ত ফোর্স এবং ম্যাজিস্ট্রেট নিয়ে মেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের বিচার শাখার মেলা বন্ধের নির্দেশপত্রে বলা হয়েছে, সাভার পৌরসভার গেন্ডা এলাকায় ইমু সাহেবের বালুর মাঠে মাসব্যাপী ‘অর্গানিক খাদ্য পণ্য, কৃষি পণ্য প্রদর্শনী ও শিল্প বাণিজ্য মেলা-২০২৫ শর্ত ভঙ্গের অভিযোগে বাতিল করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের বিচার শাখার সিনিয়র সহকারী কমিশনার এস এম আব্দুল্লাহ বিন শফিক স্বাক্ষরিত এক পত্রে এ কথা জানিয়েছেন। বিষয়টি অর্গানিক খাদ্য পণ্য, কৃষি পণ্য প্রদর্শনী ও শিল্প বাণিজ্য মেলার আয়োজক বাংলাদেশ অর্গানিক ফারমার্স এন্ড রিটেলার্স এসোসিয়েশনের (বোফারা) সভাপতি জাহাঙ্গীর আলম তুষারকে জানিয়ে দেয়া হয়েছে।
সহকারী কমিশনার এস এম আব্দুল্লাহ বিন শফিক স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, মেলা অনুমতি পত্রের শর্ত ৬, ৭ ও ১০ নম্বর লঙ্গিত হয়েছে বিধায় অনুমতি পত্রের ১১ নম্বর শর্ত মোতাবেক অদ্য ১০-১১-২০২৫ ইং তারিখ হইতে মেলার অনুমতিপত্র বাতিল পূর্বক মেলা বন্ধের নির্দেশ প্রদান করা হইলো। যার স্মারক নম্বর ০৫.৪১.২৬০০.০০০.০১১.১৮.০০০৫.২৫.২৭০১/১(৫)।
মেলা বাতিলের আদেশ পত্রে দেখা যায়, সাভার থানাধীন তারাবো খেলার মাঠে মেলা অনুষ্ঠানের কথা উল্লেখ রয়েছে। কিন্তু আয়োজক কর্তৃপক্ষ সেখান থেকে প্রায় ২ কিলোমিটার দূরত্বে সাভার পৌরসভার গেন্ডা এলাকায় ইমু সাহেবের বালুর মাঠে মেলা বসিয়ে কৌশলে জুয়া খেলার আয়োজন করেছিলো।
প্রসঙ্গত, ফুলকি’র রিপোর্টে বলা হয়, মেলায় অর্গানিক খাদ্য ও কৃষি পণ্যের পরিবর্তে নিম্নমানের খাদ্য, পোশাক, বিনোদনমূলক গেমস ও সন্দেহজনক স্টলের আধিক্য লক্ষ্য করা গেছে। এছাড়াও আবাসিক এলাকায় মেলা চলায় উচ্চ শব্দে মাইক বাজানোর কারণে আশপাশের হাজার হাজার শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে। আগামী কিছুদিনের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরিক্ষা অনুষ্ঠিত হবে। এতে ছাত্রছাত্রীদের লেখাপড়া দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। তারা অবিলম্বে আবাসিক এলাকায় মেলার নামে জুয়া খেলা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন।
