বুধবার, 26 নভেম্বর 2025
MENU
daily-fulki

ধামরাইয়ে সাত ইটভাটায় অভিযান চালিয়ে ১২ লাখ টাকা জরিমানা | dailyfulki


ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে পরিবেশ দূষণের দায়ে ৪টি অবৈধ ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় আরও তিনটি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম গুঁড়িয়ে দেওয়া হয়েছে।


সোমবার (১০ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।


পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ভাড়ারিয়া ইউনিয়নের মেসার্স এইচএমবি ব্রিকস, মেসার্স ন্যাম ব্রিকস ও মেসার্স নূর ব্রিকস, মেসার্স ফোর স্টার ব্রিকসে এবং ধামরাই সদর ইউনিয়নের মেসার্স ডিবিসি ব্রিকস, মেসার্স বিবিসি ব্রিকস ও মেসার্স স্টাইল ব্রিকসে অভিযান চালানো হয়। এর মধ্যে ডিবিসি, বিবিসি, স্টাইল ও নূর ব্রিকসকে ৩ লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়। আর এইচএমবি, ন্যাম ও ফোর স্টার ব্রিকসে চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়।


পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম বলেন, ধামরাই উপজেলায় বায়ু দূষণ প্রতিরোধে অবৈধ ইটভাটার ওপরে অভিযান চালাচ্ছি। ইতোমধ্যে ছয়টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এরমধ্যে চারটি ইটভাটাকে তিন লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তিনটি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।


অভিযানে পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, চিমনি গুড়িয়ে দেওয়া ইটভাটাসহ জরিমানা আদায়কৃত ভাটায় বিগত তিন বছর ধরে চিমনি গুড়িয়ে দেওয়াসহ কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। কিন্তু অভিযানের পরই পুনরায় চিমনি নির্মাণ করে ইট প্রস্তুতকরণে উপযোগী করে তোলেন ভাটার মালিকরা। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক ইলিয়াস মাহমুদ। 
 

সর্বাধিক পঠিত