সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তিনটি ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় জয়মন্টপ পুরাতন ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন হাটখোলায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
নির্মাণ কাজের আওতাভুক্ত ইউনিয়নগুলো হলো-জয়মন্টপ, জামির্ত্তা ও জামশা ইউনিয়ন। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে এই ভবন নির্মাণ কার্যক্রম শুরু হয়।
পরে মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, “দেশ ডিজিটাল হচ্ছে, সেবাও ডিজিটাল হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো-আমরা কতটুকু ভালো সেবা পাচ্ছি? ভালো সেবা না পেলে এসব কার্যক্রমের কোনো অর্থ থাকে না। তাই ভূমি সেবায় সেবা প্রদানকারী ও গ্রহীতা উভয়ের মধ্যে সহযোগিতা জরুরি, তবেই কাঙ্ক্ষিত ফলাফল আসবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, উপজেলা যুব উন্নয়ন অফিসার ও জয়মন্টপ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল ছালেক, পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন সরকারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, সিংগাইর উপজেলার মোট ১১টি ইউনিয়ন এর মধ্যে ৬টি ইউনিয়নের নতুন ভবনের নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সদ্য উদ্বোধন হওয়া তিনটি ভবনের নির্মাণকাজ চলমান থাকবে। অবশিষ্ট দুইটি ভবনের কাজ দ্রুতই শুরু হবে বলে জানানো হয়েছে।
নতুন ভবন নির্মাণের মাধ্যমে ভূমি সেবার কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব হবে বলে স্থানীয় প্রশাসন আশাবাদ ব্যক্ত করেছেন।
