বুধবার, 26 নভেম্বর 2025
MENU
daily-fulki

মানিকগঞ্জে স্কুল বাসে আগুন | dailyfulki


মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি স্কুল বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 
রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টারদিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পাটুরিয়া লিং রোড সংলগ্ন একটি ফিলিং স্টেশনের মাঠে পার্কিং করে রাখা মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাসটিতে এ আগুন লাগে।


সোমবার (১০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানা ইন্সপেক্টর (তদন্ত) মানবেন্দ্র বালো।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাসটি নির্দিষ্টস্থানে পার্ক করা ছিল। হঠাৎ করেই বাসের ভিতরে আগুন ধরে যায় যা দ্রুতই পুরো বাসে ছড়িয়ে পড়ে। 


স্থানীয়রা দ্রুত খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পেঁৗঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


এই শিক্ষাপ্রতিষ্ঠানটি স্থানীয়ভাবে সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর নামে পরিচিত। 
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা ধরনের আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে এখনও কোনো প্রমাণ না থাকায় ঘটনার সঠিক কারণ জানাতে সময় লাগবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


শিবালয় থানা অফিসার ইনচার্জ (ওসি)এম এম আমান উল্লাহ জানান, এই ঘটনাটি নাশকতা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া ষয়টি তদন্তাধীন রয়েছে বলেও জানান তিনি।
 

সর্বাধিক পঠিত