স্টাফ রিপোর্টার : সাভারে আভিযান চালিয়ে ইয়াবাসহ আব্দুল্লাহ আব্দুল (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রবিবার (০৯ নভেম্বর) রাত ৮টারদিকে সাভারের ভার্কুতা ইউনিয়নের চাপড়া আউয়াল মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ আব্দুল্লাহ আব্দুল (৪১) কেরানীগঞ্জ থানাধীন বেউতা তারানগর এলাকার মোঃ ফজলুল করিমের ছেলে।
ডিবি পুলিশ জানায়, রবিবার রাত ৮টারদিকে গোপন সাংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের চাপড়া আউয়াল মার্কেট এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ আব্দুল্লাহ আব্দুল (৪১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ৩০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীর পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় পূর্বেরও একটি মাদক মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, উক্ত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
