বুধবার, 26 নভেম্বর 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় সেনা অভিযানে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেপ্তার | dailyfulki


আশুরিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে জামগড়া আর্মি ক্যাম্পের একটি আভিযান দল। এ সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।


রবিবার (০৯ নভেম্বর) রাতভর আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার আজহার (৩২), রকিবুল (২৩), কাওসার (২৪), আফজাল (২৯) আরিফুল ইসলাম (২৩) ও জুঁই (২৬)। প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।


সেনাবাহিনী জানায়, এলাকাবাসীর দেওয়া তথ্য-প্রমাণ থেকে জানা যায়, ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় একটি সঙ্গবদ্ধ ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে মোবাইল এবং অর্থ ছিনতাই এবং শারীরিকভাবে জখম করে পথচারীদের এবং যাত্রীদের নাজেহাল করে আসছে।


এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে রাতভর অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। পরিকল্পিত অভিযানে ৫টি স্থানে একযোগে তল্লাশি চালিয়ে কুখ্যাত ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়।


অভিযানের সময় ছিনতাইকারীদের স্বীকারোক্তির প্রেক্ষিতে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৯টি চাপাতি, ২টি ছুরি ও ১টি চাইনিজ কুড়াল এবং অপরাধমূলক প্রমাণ সম্বলিত ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


সেনাবাহিনী আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বিভিন্ন এলাকায় ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল।
অভিযান শেষে গ্রেপ্তারকৃত আসামিসহ উদ্ধারকৃত অস্ত্রসমূহ আইনগত প্রক্রিয়ার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় সেনাবাহিনী।
 

সর্বাধিক পঠিত