বুধবার, 26 নভেম্বর 2025
MENU
daily-fulki

আশুলিয়ার ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, মূলহোতা গ্রেপ্তার | dailyfulki


আশুলিয়া প্রতিনিধি : একটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও হত্যাকান্ডের সাথে জড়িত মূলহোতা মোঃ বিদ্যুৎ মন্ডল (৩৭) কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


রবিবার (৯ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।


এরআগে দুপুর সাড়ে ১২টারদিকে ডিএমপির খিলগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে বাসাবো পশ্চিম নন্দিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ বিদ্যুৎ মন্ডল (৩৭) জয়পুরহাট জেলার কালাই থানার তালোরা বাইগুনি এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে। বর্তমানে তিনি খিলগাঁও থানাধীন পঁশ্চিম নন্দিপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়।


ডিবি পুলিশ জানায়, চলতি বছরের ২৭ জানুয়ারী আশুলিয়া থানাধীন চারাবাগ কুমকুমারি এলাকায় একটি অজ্ঞাতনামা নারীর লাশ পাওয়া যায়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে এই হত্যা মামলার রহস্য উদঘাটনে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ ছায়া-তদন্ত শুরু করে।


রবিবার তথ্য প্রযুক্তির সহযোগিতায় ও বিভিন্ন কৌশল অবলম্বন করে এই হত্যাকারীর অবস্থান সনাক্ত করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুস সালামের নেতৃত্বে একটি টিম। পরে ডিএমপির খিলগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে বাসাবো পশ্চিম নন্দিপাড়া এলাকা থেকে মূলহোতা মোঃ বিদ্যুৎ মন্ডল (৩৭) কে গ্রেপ্তার করে।


ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততা স্বীকার করেন। অজ্ঞাতনামা নারীর পরিচয় জানতে চাইলে সে জানায়, মৃত নারী তার ৩ নম্বর বউ নারগিস আক্তার (২৭)। সে আরও জানায়, তার বোন জামাই শাকিলুর এই হত্যা ঘটনার সাথে জড়িত। তারা যোগসাজসে এই হত্যার ঘটনা ঘটিয়েছে।


ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সেই সাথে ঘটনার সাথে জড়িত পলাতক শাকিলুরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

সর্বাধিক পঠিত