স্টাফ রিপোর্টার : দীর্ঘ ছয় বছরেও নির্মাণকাজ শেষ না হওয়ায় দ্রুত সময়ের মধ্যে নলাম সেতুর কাজ সম্পন্নের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১০ নভেম্বর) সকালে সাভার উপজেলার ধামসোনা ইউনিয়নের নলাম এলাকায় নির্মাণাধীন সেতুর নিচে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন উনাইল গ্রামের বাসিন্দারা।
মানববন্ধনে বক্তারা বলেন, সেতুটির নির্মাণকাজ অত্যন্ত ধীরগতিতে চলছে। এরফলে প্রতিনিয়ত কয়েক লক্ষ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ২০২২ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও সেতুর অর্ধেকেরও বেশি কাজ অসম্পূর্ণ। ঠিকাদারি প্রতিষ্ঠান মাত্র ৪-৫ জন শ্রমিক দিয়ে লোক দেখানো কাজ চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তারা। বক্তারা দ্রুত সেতুর নির্মাণকাজ শেষ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয়রা জানান, নলাম সেতুটি সাভারের ধামসোনা, শিমুলিয়া ও ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের অন্তত ১০ গ্রামের মানুষের বহুদিনের স্বপ্ন। সেতুটি চালু হলে সাভার, ধামরাই ও আশুলিয়ার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। কিন্তু দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় এখনো মানুষকে বংশী নদী পার হতে খেয়া নৌকার ওপর নির্ভর করতে হচ্ছে। এতে অসুস্থ রোগী পরিবহন ও জরুরি প্রয়োজনে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রামবাসী।
সাভার উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২১ জুলাই ‘নলাম সেতু নির্মাণ প্রকল্প’-এর কাজ উদ্বোধন করা হয়। ৮২০ ফুট দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্থের এ সেতু নির্মাণে বাজেট ধরা হয়েছিল ২১ কোটি ৫৩ লাখ টাকা। নির্ধারিত সময় অনুযায়ী কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ডিসেম্বর মাসে।
স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করে সেতুটি চলাচলের উপযোগী করে দেওয়া না হলে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন।
