শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
MENU
#
যেকোনো ভয়-ভীতি থেকে সুরক্ষায় নবীজির শেখানো দোয়া | dailyfulki
daily-fulki

যেকোনো ভয়-ভীতি থেকে সুরক্ষায় নবীজির শেখানো দোয়া | dailyfulki

একজন মুসলিম ঘুমন্ত বা জাগ্রত যেকোনো সময় বা অবস্থায় ভয়-ভীতিতে আক্রান্ত হতে পারেন। সেই প্রেক্ষিতেই ভয়-ভীতি ও শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তির জন্য  রাসুল (সা.) বিভিন্নজনকে এই দোয়াটি পড়তে বলতেন।

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّياطِينِ وَأَنْ يَحْضُرُونِ

উচ্চারণ : ‘আউযু বিকালিমাতিল্লাহিত্তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়ামিন হামাযাতিশশায়াতিন ওয়া আন ইয়াহদুরুন’।

অর্থ : আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যের মাধ্যমে আশ্রয় চাই, তাঁর ক্রোধ থেকে ও শাস্তি থেকে এবং তাঁর বান্দাদের অনিষ্টতা থেকে এবং শয়তানদের কুমন্ত্রণা থেকে এবং তাদের উপস্থিতি থেকে।


আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) ভয়ার্ত ব্যক্তিদের এই দোয়া শেখাতেন। (আবু দাউদ, হাদিস : ৩৮৯৩, তিরমিজি, হাদিস : ৩৫২৮)

সর্বাধিক পঠিত