বুধবার, 26 নভেম্বর 2025
MENU
daily-fulki

মানিকগঞ্জের নতুন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা | dailyfulki

 

মাসুম বাদশাহ, মানিকগঞ্জ : মানিকগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন নাজমুন আরা সুলতানা। এরআগে তিনি খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) পদে দায়িত্ব পালন করছিলেন। 
রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করেন।

নাজমুন আরা সুলতানা বিসিএস প্রশাসন ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা। কর্মজীবনের শুরু থেকেই তিনি সৎ, দক্ষ ও উদ্যমী কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন। সরকারি সেবা কার্যক্রমে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ মানিকগঞ্জ জেলায় প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, বিদায়ী জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লাকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে যুগ্মসচিব পদে বদলি করা হয়েছে। মানিকগঞ্জে দায়িত্ব পালনকালে ড. মানোয়ার হোসেন উন্নয়ন, শিক্ষা ও সেবাখাতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন বলে সহকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

নতুন জেলা প্রশাসক হিসেবে নাজমুন আরা সুলতানার যোগদানে জেলার উন্নয়ন অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে বলে মানিকগঞ্জ জেলাবাসিরা আশাবাদী।
 

সর্বাধিক পঠিত