বুধবার, 26 নভেম্বর 2025
MENU
daily-fulki

আগামী ফেব্রুয়ারীতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, কোন শক্তি তা ঠেকাতে পারবে না : ডাক্তার দেওয়ান সালাউদ্দিন | dailyfulki


স্টাফ রিপোটার : বিএনপির কেন্দ্রিয় সহ-পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে দলীয় মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি মহল বানচাল করার চেষ্টা করছে। তারা নানা দাবি তুলে আঙ্গুল বাঁকা করতে চাচ্ছেন। কিন্তু আমি বলতে চাই, আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন ব্যক্তি বা শক্তি তা ঠেকাতে পারবে না। আসন্ন নির্বাচনে দেশবাসী এবং বিএনপি নেতাকর্মীগণ তাদের নেতা নির্বাচন করবেন। তিনি বলেন, বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার এ দিন থেকে আমরা আসন্ন জাতীয় নির্বাচনের প্রচার প্রচারনা শুরু করলাম। আমরা ঐক্যবদ্ধ বিএনপি এক পতাকার তলে সমবেত হয়েছি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় বিএনপি শহীদ জিয়ার আদর্শে এগিয়ে চলছে।


ঐতিহাসিক বিপ্লব ও জাতীয় সংহতি দিবস উপলক্ষে সাভার থানা রোডের তারাপুর মাঠে রোববার (৯ নভেম্বর) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এ কথা বলেছেন। সাভার পৌর, সাভার থানা ও আশুলিয়া থানা বিএনপি আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু। সমাবেশে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাবেক সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী জামাল উদ্দিন সরকার, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, সাভার থানা বিনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাভার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ মো: রেফাত উল্লাহ, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফুর, সিনিয়র সহ-সভাপতি বাছেদ দেওয়ান, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম, শ্রমিক দল নেতা দ্বীন ইসলাম, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মাইনুদ্দীন বিপ্লব, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিনি আকতার উর্মি, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় নেতা ও আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আবদুর রহমান বাবুল, সাভার থানা বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট নাজিম উদ্দিন, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আনোয়ার হোসেন, সাবেক ছাত্রদল নেতা যথাক্রমে ওবায়দুর রহমান অভি, সুরুজ্জামান, আসাদুজ্জামান মোহন, ঢাকা জেলা উত্তর ছাত্রদল সভাপতি তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল প্রমুখ। 


সভা পরিচালনা করেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল আলম খান ও সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান।


প্রধান অতিথি বিএনপি নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন আরও বলেন, বিএনপি কখনও নীতির প্রশ্নে আপোষ করে না। তিনি আসন্ন ফেরুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়ে জনগণের সেবক হতে সুযোগ প্রদানের জন্য সাড়ে ৭ লাখ ভোটারের নিকট আহবান জানান। তিনি বলেন, ইনশাআল্লাহ আগামী সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করবে। তাই ভোটের মাঠে দেখা হবে। আপনাদের দোয়া নিয়ে পাশে থাকতে চাই। মহান আল্লাহ যেন সেই তৌফিক দেন।


জামাল উদ্দিন সরকার বলেন, এ দেশের উন্নয়নে অতীতে বিএনপির ভূমিকা ছিল এবং আগামী দিনেও বিএনপি সরকার গঠন করে উন্নয়নে ভূমিকা রাখবে। সুতরাং সবাই ভোটের মাঠে থাকবেন, কাজ করবেন। দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করে দেখিয়ে দিতে হবে। তিনি বলেন, কেউ হাংকিপাংকি শব্ধ উচ্চারণ করবেন না।


কফিল উদ্দিন বলেন, আমরা আসন্ন নির্বাচনে কেউ ঘরে বসে থাকব না। প্রতিদ্বন্দ্বীকে কেউ দুর্বল ভাববেন না। ধানের শীষের প্রার্থীকে নির্বাচনে বিজয়ী করতে মাঠে থাকতে হবে। 
আলহাজ¦ রেফাত উল্লাহ বলেন, ১৬টি বছর তারা নির্বাচিত বলে ঘোষণা দিয়ে বেড়াতেন। প্রকৃতপক্ষে তারা ফ্যাসিবাদী ছিলেন এবং নির্বাচিত ছিলেন না। 


খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু বলেন, জামায়াত মুখে ইসলামের কথা বলে কিন্তু বাস্তবে তারা ভন্ডামি করে। আমরা সবাই তারেক রহমানের কর্মী। তাই তার মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মো: সালাউদ্দিনকে আসন্ন নির্বাচনে বিজয়ী করতে দলীয় কর্মীদের কাজ করতে হবে।
 

সর্বাধিক পঠিত