বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

এডিসের লার্ভা নিধনে ভিন্ন ওষুধ লাগবে

স্টাফ রিপোর্টার : এডিস মশা নিধনে বর্তমানে যেসব ওষুধ ব্যবহার হচ্ছে, তা কার্যকারিতা হারিয়েছে। লার্ভা নিধনে এখন ভিন্ন ওষুধ লাগবে। ওষুধ কেনার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে গতকাল সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জনসংখ্যার নীতি ২০২৫ উদ্বোধন শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম এসব কথা বলেন।

এদিকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩৯ জন। এ নিয়ে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২১০ জনে।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এডিসের লার্ভা নিধনের দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। তারা তাদের কাজ করে যাচ্ছে। তবে জটিলতা হচ্ছে, মশা নিধনে যে ওষুধ ব্যবহার করছে, সেই ওষুধ কার্যকারিতা হারিয়েছে। এ জন্য ভিন্ন ওষুধ খোঁজা হচ্ছে। বিভিন্ন উৎসের সঙ্গে যোগাযোগ চলছে। ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ। জটিলতা থাকলে রোগীকে দ্রুত হাসপাতালে আসার পরামর্শ দেওয়া হচ্ছে।

চিকিৎসা ব্যবস্থা ঢাকাকেন্দ্রিক, তবে এবার ডেঙ্গুর প্রকোপ বেশি ঢাকার বাইরে। বিভাগীয় পর্যায়ে ডেঙ্গু রোগীর সুচিকিৎসা কীভাবে নিশ্চিত করবেন– এ প্রশ্নে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে এখনও পাঁচ হাজার চিকিৎসক পদ শূন্য। সেপ্টেম্বরের মধ্যে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগ শেষ হলে জেলা পর্যায়ের সংকট কিছুটা কমবে। বিশেষ করে বরগুনায় স্যালাইন, ওষুধ ও চিকিৎসক পাঠানো হয়েছে।

এ বছর ৫৮ জনের মৃত্যু
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মারা যাওয়া দুই ব্যক্তির একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং একজন চট্টগ্রাম বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সব মিলিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ বছর ৫৮ জনের মৃত্যু হয়েছে। রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২১০ জনে। এ বছরের জুনে সবচেয়ে বেশি, ৫ হাজার ৯৫১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৯১৪ জন। সবচেয়ে বেশি ১৯ জন মারা গেছেন জুনে। গতকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ জনের। 

 

সর্বাধিক পঠিত