শুক্রবার, 18 জুলাই 2025
MENU
daily-fulki

ফরিদপুরে এমএ আজিজ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ফরিদপুরে এমএ আজিজ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেলে জেলার সদর উপজেলার গেরদা ইউনিয়নের পশরায় এমএ আজিজ হাই স্কুল মাঠে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করা হয়।

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ফরিদপুর-৩ আসনের সাবেক এমপি এ.কে. আজাদ এর বাবা মরহুম আলহাজ এম.এ আজিজ এর নামে জেলা পর্যায়ে এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ খেলা উপভোগ করতে মাঠে আসেন। জেলা ও উপজেলা পর্যায় থেকে ১৬টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় নগরকান্দা উপজেলার ফুলসুতী একাদশ ও সদর উপজেলার গোয়ালকান্দার দ্যা ফাইনাল চ্যাপ্টার দল অংশগ্রহণ করে। খেলায় দ্যা ফাইনাল চ্যাপ্টার দল ৪-৩ গোলে ফুলসুতী একাদশকে পরাজিত করে।

এম.এ আজিজ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ আব্দুল খালেক ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক দিলীপ কুমার বিশ্বাস, স্থানীয় গেরদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মাকসুদ আলী বিদু, এম.এ. আজিজ হাই স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক সাইফুদ্দীন,  স্থানীয় বাসিন্দা সামাদ মোল্যা, লতিফ শেখ, সালাম মাতুব্বর, রতন মন্ডল, আব্দুল হালিম শেখ, জাসদ মিয়া, মনিরুজ্জামান ঝন্টু প্রমুখ।


News Writer

SB

সর্বাধিক পঠিত