স্টাফ রিপোর্টার : সাভার মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
এদিকে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, দেশকে অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন ও ক্ষতিসাধনের ষড়যন্ত্রসহ ধ্বংসাত্মক কর্মকান্ডের পরিকল্পনা করা তাদের উদ্দেশ্যে ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌরসভার মজিদপুরের খশরুবাগান এলাকার চাঁদ আবাসিক হোটেলের গলির রাস্তার প্রবেশ মুখে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লোকাল লেনের উপর সমবেত হয়ে একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করে। এদিকে নিষিদ্ধ সংগঠন ঝটিকা মিছিলের চেস্টাকালে, ঘটনাস্থলে সাভার মডেল থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। এসময় পালানো অবস্থায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১২জন নেতাকর্মীকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
এসময় নিষিদ্ধ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের গ্রেফতারকৃত নেতাকর্মীদের কাছ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবর রহমানসহ আওয়ামী লীগের অন্যান্য নেতাদের ছবি সম্বলিত ১টি ডিজিটাল ব্যানার জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো মোঃ পিয়ুষ (২১) পিতা-আমির হোসেন, মাতা-পারভিন, সাং-আনন্দপুর সিটিলেন, থানা-সাভার, জেলা-ঢাকা, রাব্বি (২০) পিতা-মৃত আমিনুল, মাতা-হোসনে আরা বেগম, সাং-সরগাও, থানা-আতাইকুল্লা, জেলা-পাবনা, এ/পি-আনন্দপুর সিটিলেন, থানা-সাভার, জেলা-ঢাকা, শাকিল (২৪) পিতা-হেলাল শেখ, মাতা-খাদিজা, সাং-বশাই সমেশপুর, থানা-পাংশা, জেলা-রাজবাড়ি, এ/পি-আনন্দপুর সিটিলেন, থানা-সাভার, জেলা-ঢাকা, সোহাগ (১৯), পিতা-সামাদ, মাতা-শিখা, সাং-আনন্দপুর সিটিলেন, থানা-সাভার, জেলা-ঢাকা, সালমান (২২), পিতা-আজগর আলী ওরফে সোহেল, মাতা-বুবলী, সাং-আনন্দপুর সিটিলেন, থানা-সাভার, জেলা-ঢাকা, ফেরদৌস হোসেন রুবেল (২৮), পিতা-মোঃ আব্দুল হামিদ, মাতা-মোছাঃ ফরিদা বেগম, সাং-পশ্চিম রাজাশন, থানা-সাভার, জেলা-ঢাকা, মোঃ শরিফুল ইসলাম (৩২) (রোয়াইল ইউনিনের সাধারণ সম্পাদক, ধামরাই) পিতা-নূর মোহাম্মদ, সাং-চরশুংঘর, থানা-ধামরাই, জেলা-ঢাকা আমির হোসেন (৫০) আওয়ামী লীগ কর্মী, পিতা-আক্কেল আলী, মাতা-রোকেয়া বেগম, সাং-আনন্দপুর সিটিলেন, থানা-সাভার, জেলা-ঢাকা, নিত্য বাবু রাজবংশী (৫৫) (কাউন্দিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) পিতা-মৃত গোপাল বাবু রাজবংশী, মাতা-নীলা রানী রাজবংশী, সাং মাঝিরদিয়া, থানা-সাভার, জেলা-ঢাকা, মোঃ টিপু সুলতান (২৭) (আওয়ামী লীগ কর্মী) পিতা-মোঃ হান্নান সরকার, মাতা-আছিয়া খাতুন, সাং-রামচন্দ্রপুর (ছাগিপাড়া) থানা-সাভার, জেলা-ঢাকা, শামীম আহমেদ জয় (২৯) সাভার উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য, পিতা-জসিম উদ্দিন, মাতা-লাভলী আক্তার, সাং-এ/৭৪, বক্তারপুর, থানা-সাভার, জেলা-ঢাকা, মোঃ মিজানুর রহমান ওরফে রাসেল (৪২) সাভার উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য, পিতা-মোঃ ইসমাইল মিয়া, মাতা-মোসা-আমেনা বেগম, সাং-কলমা পশ্চিম, থানা-সাভার, জেলা-ঢাকা।
