বুধবার, 26 নভেম্বর 2025
MENU
daily-fulki

স্বাধীনতা-সার্বভৌমত্ব স্থিতিশীলতা রক্ষায় ইসলাম ও দেশপ্রেমিক শক্তির সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই : মাওলানা মামুনুল হক | dailyfulki

 

স্টাফ রিপোর্টার : প্রখ্যাত ইসলামী স্কলার শায়খুল হাদীস হযরত মাওলানা মামুনুল হক বলেছেন, সারা বিশ্বে মুসলমানরা নিপীড়িত, চরম বঞ্চনার শিকার—পবিত্র কুরআন ও হাদীসের আলোকে বোঝা যায়, এর কারণ তিনটি: ১- খেলাফত ব্যবস্থা পরিহার, ২- অনৈক্য, ৩- সত্যিকার জিহাদ বিমুখ।


খেলাফত ব্যবস্থা শুধু মুসলমানদের জন্য নয়, দুনিয়ার সকল মানুষের শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করে। খেলাফত প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। দেশের চলমান ক্রান্তিকাল অতিক্রম করতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় দেশ ও ইসলামপ্রেমিক শক্তির সুদৃঢ় ঐক্য প্রয়োজন।

তিনি শনিবার সিলেট আলীয়া মাদরাসা মাঠে খাদিমুল কুরআন পরিষদের তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মহাসম্মেলনের সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

খাদিমুল কুরআন পরিষদের প্রচার সম্পাদক মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরি ও সহ-সাধারণ সম্পাদক মুফতী রশিদ আহমদের পরিচালনায় সিলেট আলীয়া মাদরাসা মাঠে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনের সমাপনী দিনে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন শায়েখ মাওলানা জিয়া উদ্দীন, খাদিমুল কুরআন পরিষদ সিলেট-এর সভাপতি মাওলানা মাশুক উদ্দিন, ভার্থখলা মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ, রেংগা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মাওলানা হাফিজ মাহমুদ হোসাইন, মাওলানা আব্দুল মতিন নবিগঞ্জী।


তাফসীর পেশ করেন মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা মুফতী রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা, মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মাওলানা মাহবুবুল হক ঢাকা, মাওলানা আরিফ জব্বার কাসিমী, মাওলানা রফিকুল ইসলাম হরষপুরী। মাহফিলে ৬ দফা প্রস্তাবনা পেশ করেন পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আসজাদ আহমদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেটের ডিসি সারোয়ার আলম, সাবেক সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী, মাওলানা আবুল খায়ের বিতংগলী, পরিষদের জয়েন্ট সেক্রেটারি মাওলানা শাহ মমশাদ আহমদ প্রমুখ।

গতকাল ৩য় দিনে সম্মেলনে হাজারো ধর্মপ্রাণ জনতার ঢল নামে, সন্ধ্যা পর পরই লোকে লোকারণ্য হয়ে যায়। রাত ১১টায় সম্মেলন মোনাজাতের মধ্যে সমাপ্ত হয়।
 

সর্বাধিক পঠিত