মানিকগঞ্জ প্রতিনিধি : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে সিংগাইর বিএনপির কার্যালয় থেকে শুরু হওয়া র্যালিটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিংগাইর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং মানিকগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শান্ত বলেন, “৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় জীবনে একটি স্মরণীয় দিন। দল আমাকে ধানের শীষের প্রাথমিক মনোনয়ন দিয়েছে। এখন আমাদের সকলের দায়িত্ব হলো দ্বন্দ্ব-সংঘাত ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করা। ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে পারলে আমরা জনগণকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে পারব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. শফিউদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিন, আব্দুল গফুর, আব্দুল মান্নান, আমজাদ হোসেন, সিংগাইর সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহিনূর রহমান সৌরভ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী ইয়াকুব হোসেন রাজা, মহিদুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম, সদস্য সচিব ইসমাইল হোসেন, সাবেক ভিপি রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম খান, পৌর যুবদলের আহ্বায়ক কাজী আনোয়ার, ছাত্রদলের সাবেক আহ্বায়ক রনি, জীবন ও শফিকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
র্যালী ও আলোচনা সভাকে ঘিরে পুরো সিংগাইর পৌর এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে এলাকায় সৃষ্টি হয় ঐক্যের উচ্ছ্বাস।
