বুধবার, 26 নভেম্বর 2025
MENU
daily-fulki

ধামরাইয়ে মামলা জটিলতায় বন্ধ পৌর অডিটরিয়াম ভবনের নির্মাণ কাজ | dailyfulki


ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে জমির মালিকানাসংক্রান্ত মামলায় প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে পৌর অডিটরিয়াম ভবনের নির্মাণকাজ বন্ধ রয়েছে। ভবন নির্মাণের টাকা আট বছর ধরে ব্যাংকে জমা রয়েছে। বৈধ কাগজপত্র না থাকলেও ২৮ শতাংশ জমির মালিকানা দাবিতে মামলা করেছে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ কর্তৃপক্ষ। এ মামলা দ্রুত নিষ্পত্তি কিংবা প্রত্যাহারের দাবি করছে সচেতন মহল।


পৌরসভা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ছয় কোটি চার লাখ ৫৩ হাজার ৯২৩ টাকা ব্যয়ে একটি দ্বিতল ভবন ও ৫০০ আসনবিশিষ্ট সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত অডিটরিয়াম ভবন নির্মাণের জন্য স্থানীয় সরকার অধিদপ্তর টেন্ডারের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তানিশা এন্টারপ্রাইজ কার্যাদেশ পায়। ২০১৭-১৮ অর্থবছরে ভবনটির নির্মাণকাজ শুরু হয়। কিন্তু একতলা ভবনের ছাদ ঢালাইয়ের পর ২০১৯ সালে জমির মালিকানা দাবি করে দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে মামলা করে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ কর্তৃপক্ষ।


ধামরাই পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাব্বির আহমেদ আজমীর ও সচিব গোলাম নবী বলেন, মামলাটি দ্রুত নিষ্পত্তি না হলে অডিটরিয়াম নির্মাণ করা সম্ভব হবে না।


এ বিষয়ে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজের সভাপতি ও ধামরাই পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক বলেন, কাগজপত্র ঘেঁটে দেখা গেছে, হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজের দখলে ১৪ শতাংশ ও পৌরসভার নামে ১৪ শতাংশ জমি রয়েছে। অডিটরিয়াম ভবন নির্মাণকাজ চালু করতে মামলাটি প্রত্যাহারে আবেদন করা হবে।
 

সর্বাধিক পঠিত