আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল।
শনিবার (০৮ নভেম্বর) সন্ধ্যার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টারদিকে আশুলিয়ার চারাবাগ গৌরিপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-আশুলিয়ার কুমকুমারি এলাকার আব্দুল হালিমের ছেলে আবু হানিফ (৪০) ও কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার চান্দুপুর (পাঁচপাড়া) এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ সাগর (২৮)। সাগর বর্তমানে আশুলিয়ার চারাবাগ এলাকায় থাকতো বলে জানা যায়।
ডিবি পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার চারাবাগ গৌরিপুর এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, উক্ত আসামিদের বিরুদ্ধে আশুলিয়ায় থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
