বুধবার, 26 নভেম্বর 2025
MENU
daily-fulki

সাভারে নামমাত্র ঘোষণা দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করায় লক্ষ লক্ষ মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগেছে | dailyfulki


স্টাফ রিপোর্টার : সাভার, ঢাকা ইপিজেড, আশুলিয়া, নবীনগর ও গাজীপুরের আংশিক এলাকায় শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এলাকার শিশু, কিশোর, প্রবীণসহ লক্ষ লক্ষ মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা ইপিজেড, আশুলিয়া, নবীনগর ও গাজীপুরের আংশিক এলাকায় শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানায়। কিন্তু হঠাৎ প্রকাশিত এই বিজ্ঞপ্তি এ অঞ্চলের সিংহভাগ মানুষের দৃষ্টিতে আসেনি। এছাড়া বিজ্ঞপ্তিতে সাভারে গ্যাস বন্ধ থাকবে এ কথা উল্লেখ ছিলো না।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির বিজ্ঞপ্তিটি পূর্ব থেকেই বহুলভাবে প্রচারিত না হওয়ায় লক্ষ লক্ষ মানুষ শুক্রবার সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করেই খাদ্য সংকটে পড়ে যায়। এ অবস্থায় সাভার-আশুলিয়ার হোটেলগুলোতে ভিড় লেগে যায়। অনেকেই দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে থেকেও খাবার সংগ্রহ করতে পারেনি। হোম সার্ভিস দেয়া খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডাও গ্রাহকের চাহিদা মতো খাবার দিতে পারেনি। ফলে মানুষের খাদ্য সংকট চরম আকার ধারণ করে। অনেক সামর্থবান ব্যক্তিরা অনেকেই ঢাকার হোটেল-রেষ্টুরেন্ট বা আত্মীয়-স্বজনদের বাসা থেকে খাবার সংগ্রহ করেছেন বলে জানা গেছে। অনেক হোটেল-রেস্টুরেন্টগুলোর কর্তৃপক্ষও জানতো না তিতাস কর্তৃপক্ষের গ্যাস সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তির কথা।

সাভার বাসস্ট্যান্ডের একটি হোটেলে খাবার নিতে আসা শাহীবাগের বাসিন্দা আলমাছ শিকদার জানান, এখন মানুষ খবরের কাগজ তেমন একটা পড়ে না। আর পড়লেও কোন পত্রিকায় নিউজ আসছে কি না তা অনেকেই জানে না। এছাড়া তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এই বিজ্ঞপ্তি কে কোথায় পড়বে বলেন? ব্যস্ত নগর জীবনে জনগণকে জনগুরুত্বপূর্ণ সংবাদগুলো জানাতে বাসস্ট্যান্ডগুলোয় এবং মহল্লায় ২দিন আগে থেকেই মাইকিং করা উচিত ছিলো। সকলের অতিপ্রয়োজনীয় গ্যাস সরবরাহ দীর্ঘ ২২ ঘন্টার জন্য হঠাৎ করেই বন্ধ রাখার সিদ্ধান্ত কোনভাবেই ঠিক হয়নি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহবান জানান তিনি।

সাভার রেডিও কলোনীর বাসিন্দা আছিয়া আক্তার জানান, তিতাস গ্যাসের মতো অতিজনগুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এভাবে নামমাত্র বিজ্ঞপ্তি দিয়ে প্রায় ২দিন গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তা মেনে নেওয়া যায় না। এটা কোন সভ্য দেশে মেনে নেওয়া যায় না। তিনি আরও জানান, তাঁর বাসায় শিশু, অসুস্থ্য বৃদ্ধ শাশুড়ী রয়েছেন। বাসায় গ্যাস না থাকায় তিনি খাবার সংগ্রহের জন্য এখানে-সেখানে ছুটাছুটি করছেন।

গেন্ডা এলাকার বাসিন্দা গার্মেন্টস শ্রমিক মনিরা খানম জানান, সপ্তাহে একদিন ছুটি পাই। শুক্রবার গর্মেন্টম বন্ধ থাকে। তাই ঘুম থেকে একটু দেরি করে উঠি। সকালে ঘুম থেকে উঠে দেখি বাসায় গ্যাস নাই। আমরা একটা ডাবল চুলায় ৩টি পরিবার রান্না করি। আমরা সীমিত আয়ের মানুষ, অতো টাকা-পয়সা নাই। হোটেল থেকে ২দিন খাবার কিনে খাওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমাদের কথা কে শুনবে আর কষ্টইবা কে দেখবে বলেন? মুড়ি-চানাচুর খেয়ে দিন পার করবো।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আশুলিয়া জোনের ব্যবস্থাপক প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খালেদ খন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বলা হয়েছে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সেকশন-৩-এর আওতায় পাইপলাইন স্থানান্তর ও নির্মাণকাজ সম্পাদনের জন্য সাময়িক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আগামীকাল (শুক্রবার) সকাল ৯টা থেকে শনিবার (৮ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে ইপিজেডের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ারসহ নবীনগর-চন্দ্রা মহাসড়কের ও বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের উভয় পাশে সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব এলাকায় গ্যাস থাকবে না:

ঢাকা ইপিজেড, গাজীপুরের কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, কবিরপুর, বাড়ইপাড়া, চন্দ্রা, আশুলিয়ার নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকা, নয়ারহাট, বলিভদ্র, পল্লীবিদ্যুৎ, ডেণ্ডাবর, ভাদাইল, লতিফপুর ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় কাজ সম্পন্ন হওয়ার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে এবং গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে।
 

সর্বাধিক পঠিত