বুধবার, 5 নভেম্বর 2025
MENU
daily-fulki

জাতীয় সনদের আইনী ভিত্তিতে জাতীয় নির্বাচন বৈধতা পাবে : মুফতী সৈয়দ রেজাউল


মাসুম বাদশাহ, মানিকগঞ্জ : আমরা যারা জুলাই যোদ্ধা ছিলাম এবং আন্দোলনের সময় রাস্তায় ছিলাম। বর্তমান সংবিধান অনুযায়ী সেখানে কিন্তু আইনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি বিধান রয়েছে। এখানে সর্বপ্রথম আমাদের জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। 

তারপরে জাতীয় নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। যেন তেন নির্বাচনের জন্য হাজার হাজার মায়ের বুক খালি হয় নাই। সোমবার বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে জুলাই সনদের আইনী ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম  এসব কথা বলেন।


সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আরো বলেছেন, জাতীয় সনদের আইনী ভিত্তির মাধ্যমে, জাতীয় নির্বাচন এবং বর্তমান (অন্তর্বর্তী) সরকার বৈধতা পাবে। আর জাতীয় সনদ যদি আইনী ভিত্তি না পায়। তাহলে জাতীয় নির্বাচন এবং বর্তমান সরকার আইনী বৈধতা পাবে না।  


তিনি আরো বলেন, গণভোটের জন্য দেশে অশান্তি সৃষ্টি হয়েছে এবং গণভোটের ব্যাপারে সকল রাজনৈতিক দল একত্রিত হয়েছে। আমরা চেয়েছি জাতীয় নির্বাচনের আগে আর বিএনপি বলছে নির্বাচনের দিন। এটা এক ধরনের দুষ্টামি। এর কারণ হলো জাতীয় নির্বাচন বৈধতা পাবে, জাতীয় সনদের আইনি ভিত্তি পাওয়ার পরে। এখানে সর্বপ্রথম আমাদের জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। তার পরে জাতীয় নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। যেন তেন নির্বাচনের জন্য হাজার হাজার মায়ের বুক খালি হয় নাই।


চরমোনাই পীর বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর চলে। কিন্তু যাদের মাধ্যমে দেশ চলেছিল তাদের মাধ্যমে একবার দুইবার নয় পাঁচবার সারা দুনিয়ায় চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে প্রথম হয়েছে। এদের দেশ পরিচালনায় হাজার হাজার মায়ের কোল থেকে সন্তানকে হারাতে হয়েছে। আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে বেগমপাড়া তৈরি করেছে। সদ্য বিদায়ী আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার- তার যে ভূমিমন্ত্রী ছিল সেই ভূমিমন্ত্রীর তিনটা দেশের মধ্যে ৬২০টা বাড়ির সন্ধান পাওয়া গেল। তার মূল্য প্রায় ৫ হাজার ৭শ’ কোটি টাকা। এই টাকাগুলো তার বাপে রেখে যায় নাই, তার দাদায় রেখে যায় নাই। ক্ষমতার চেয়ারে বসে আমাদের টাকাগুলো বিদেশে পাচার করে আমাদের দেশকে দেউলিয়ায় পৌঁছে দেয়ার পরিবেশ তৈরি করেছে।’


সমাবেশে জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোঃ মিজানুর রহমানের সঞ্চলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, মানিকগঞ্জ-৩ আসনের দলীয় প্রার্থী মাওলানা সামসুদ্দিন, ২ আসনের প্রার্থী মোহাম্মদ আলী ও ১ আসনের প্রার্থী মোঃ ফরিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
 

সর্বাধিক পঠিত