বুধবার, 5 নভেম্বর 2025
MENU
daily-fulki

সাভারে ২ ছিনতাইকারী গ্রেপ্তার | dailyfulki


স্টাফ রিপোর্টার : সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৩টারদিকে উপজেলার আমিনবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 


গ্রেপ্তাররা হলেন, গাইবান্ধা জেলার সাঘাটা থানার গাছাবাড়ী গ্রামের মৃত মকবুল রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (২৬) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার কুলানন্দপুর গ্রামের রুহুল আমিনের ছেলে মো. নয়ন মিয়া (২৪)।


গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সাভারের আমিনবাজার বেগুন বাড়িরটেক ও আমিনবাজার ট্রাকটার্মিনাল এলাকায় ভাড়াটিয়া থেকে অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তাররা সাভার, আশুলিয়া, ধামরাই থানা এলাকায় ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
 

সর্বাধিক পঠিত