বুধবার, 16 জুলাই 2025
MENU
daily-fulki

রাজধানীতে ধর্ষণের শিকার পথশিশু, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

রাজধানীর মহাখালীর ক্যানসার হাসপাতাল এলাকায় এক পথশিশু (৯) ধর্ষণের শিকার হয়েছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। পরে আজ মঙ্গলবার ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। শিশুটি এখন হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

বনানী থানার এসআই রফিকুল ইসলাম সমকালকে বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ক্যানসার হাসপাতালের পেছনের এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পায় পুলিশ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশুটি ফুটপাতে থাকতো। রাতে কেউ তার ওপর নির্যাতন চালায়। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

 

এসআই রফিকুল জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। সেইসঙ্গে ধর্ষণে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছে পুলিশ।


News Writer

SB

সর্বাধিক পঠিত