সোমবার, 3 নভেম্বর 2025
MENU
daily-fulki

বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে ফুলকি’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত|dailyfulki


স্টাফ রিপোর্টার : বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে রোববার পালিত হলো দৈনিক ফুলকি’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সামাজিক, সাংস্কৃতিকবর্গ এবং নানা শ্রেণী পেশার মানুষ ফুলকি কার্যালয়ে উপস্থিত হয়ে সম্পাদক নাজমুস সাকিব ও ফুলকি পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। 

শনিবার (০২ নভেম্বর) বিকাল থেকেই সমাজের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ ফুলকি অফিসে সম্পাদক ও পত্রিকাটির সাংবাদিক, কলা কুশলীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন, ফুলেল শুভেচ্ছা জানান এবং কেক কেটে আনন্দ-উৎসব উদযাপন করেন।


শনিবার রাত থেকেই ফুলকি অফিসসহ স্মরণিকা আবাসিক এলাকা বিভিন্ন রংয়ের রঙিণ আলোয় আলোকিত হয়। ফুলকি কর্মীদের আয়োজনে অফিস সাজানো হয় হরেক রকমের বেলুন আর বাহারি ফুলের সমাহারে। অফিস প্রাঙ্গণে ও সামনের সড়কে শোভাপায় জন্মদিনের রেপলিকা। 


স্মরণিকা আবাসিক এলাকার বাইতুল জান্নাত জামে মসজিদে এ উপলক্ষে রোববার বাদ আছর দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বাইতুল জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা আবদুল বাছেদ। 


জন্মদিনের আনন্দ অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে এসেছেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ডা. দেওয়ান মো: সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা মো: দেলোয়ার হোসাইন, ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারী ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো: অধ্যক্ষ আফজাল হোসাইন, সাভার পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর খন্দকার শাহ মাইনুল হোসান বিল্টু, সাভার থানা বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর লায়ন খোরশেদ আলম, সাভার পৌর বিএনপি’র যুগ্মসাধারণ সম্পাদক নাজমুল আলম খান, সাভার পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আবদুর রহমান, ঢাকা জেলা জামায়াতের রাজনৈতক সেক্রেটারী ও আসন্ন পৌর নির্বাচনে দলের মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, সাভার মডেল কলেজের অধ্যক্ষ মো: তৌহিদ হোসাইন, সাভার থানা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম, ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন, আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল আলম, সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা,  সিনিয়র সহসভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, অর্থসম্পাদক এসএম সবুজ, সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য, সাবেক অর্থ সম্পাদক তৌকির আহমেদ, নির্বাহী সদস্য আখলাকুর রহমান আকাশ, দুর্নীতি প্রতিরোধ কমিটি সাভার শাখার সভাপতি শওকত আলী মাহমুদ, সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক সালাউদ্দিন খান নঈম, সাভার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি নেতা আরিফ হোসেন, পরিবেশ আন্দোলনের নেতা শামসুল হক, সাভার নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক বাবুল মোড়ল, সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোট-এর সভাপতি আবদুল কাদের তালুকদার, সাভার নাগরিক ফোরামের সিনিয়র সহসভাপতি মো: জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সরকার, সহসভাপতি মাসুদ আলম লিটন, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম, ঢাকা পল্লী বিদ্যুত সমিতি-৩ এর শিমুলতলা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এমায়েত হোসেন, এজিএম (কম) হেমায়েত উদ্দিন, জুনিয়র ইঞ্জিনিয়র মো: রাসেল মাহমুদ, সিঙ্গাইর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুম বাদশা, সাভার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ইউসুফ, সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জাহিন সিংহ, বিশিষ্ট ব্যবসায়ি মশিউর রহমান মুকুল, ব্যবসায়ী বশির আহমেদ, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেট ইনচার্য আবদুর রহিম, জাতীয় অন্ধ কল্যাণ সংস্থা মার্কেট ব্যবসায়ি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ব্যবসায়ি হাজী জালাল উদ্দিন, ব্যাবসায়ী দ্বীন ইসলাম, ছাত্রদল নেতা সুজন শিকদার, সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম, মাহবুব সামির, ফিজিওথেরাপী এসোসিয়েশনের ঢাকা বিভাগীয় সভাপতি আমিনুল ইসলাম, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সিদ্দিকুর রহমান, ইঞ্জিনিয়ার রাসেল সবুর, বিশিষ্ট ব্যবসায়ি জহিরুল ইসলাম, ব্যবসায়ি মশিউর রহমান মুকুল, ব্যবসায়ী শামসুল আলম লেলিন,ব্যবসায়ী মজিবুর রহমান, বিএনপি নেতা মোহাম্মদ হাসান,বিএনপি নেতা আবদুল মতিন, বিএনপি নেতা রজ্জব আলী, সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ইপিআই কর্মকর্তা কামরান পারভেজ, একুশে আগস্ট গ্রেনেট হামলায় আহত মাহাবুবা পারভীন,বিশিষ্ট ব্যবসায়ি মোস্তাফিজুর রহমান মিদুল, ব্যবসায়ি শাহজাহান মিয়া, জাহাঙ্গীর আলম, প্রবাসী ব্যবসায়ি মুসলিম উদ্দিন, স্মরণিকা সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সামসুল আলম, স্মরণিকা সমাজ কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান, স্মরণিকা সমাজ কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ মো: শাজাহান মিয়া, স্মরণিকা সমাজ কল্যাণ সমিতির নেতা মোহাম্মদ আলী মোহন, হাসান বেপারী, মোহাম্মদ জিহাদ প্রমুখ।


দৈনিক ফুলকির সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন সাপ্তাহিক নিউজ গার্ডেন সম্পাদক ও সাভার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান ওমর ফারুক।
 

সর্বাধিক পঠিত