শনিবার, 1 নভেম্বর 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় সেনা অভিযানে অস্ত্র গোলাবারুদ ও মাদক উদ্ধার, গ্রেফতার ৭|dailyfulki


স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় বিপুল সংখ্যক অস্ত্র গুলি ও মাদকসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে জামগড়া আর্মি ক্যাম্প। গাজীরচট ও কান্দাইল এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 


ক্যাম্প সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আশুলিয়ার গাজীরচট এলাকায় কিছু অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী সহযোগীদের নিয়ে এলাকায় ত্রাসের রাম রাজত্ব কায়েম করে আসছিল। বৃহস্পতিবার রাতে এলাকার বাসিন্দারা অভিযোগ করে জানায়, গাজীরচট এলাকায় স্থানীয়রা দুটি গ্রুপের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা এবং ৫ রাউন্ড ফাঁকা গুলির শব্দ শুনতে পায়। গুলির শব্দের কথা শুনে সেখানে গিয়ে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মেহেদী হাসান মিঠুন, মোজাম্মেল ভূঁইয়া, জাহিদুল ইসলাম ও মাসুমা আক্তার রিয়াকে গ্রেপ্তার করে।

 এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ২’টি ম্যাগাজিন, ৭টি শটগানের কার্তুজ, ১৬ টি পিস্তলের কার্তুজ, ৪টি চাপাতি ছুরি, ১টি শটগানের বাটস্টক,  ১টি হকি স্টিক, ৩ হাজার ৪০ পিচ ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা, ৪ লিটার বিদেশী মদ, ২টি ইলেকট্রিক শকার, ১৩টি মোবাইল, ৩টি ওয়াকিটকি উদ্ধার করা হয়।


অপরদিকে কান্দাইল এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সন্ত্রাসীরা হলো নায়ন আলী, বাবর হোসেন বাবুল ও গোলাম রাব্বি। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি দেশী অস্ত্র, দুই’শ গ্রাম গাঁজা ও দুটি মোবাইল উদ্ধার করা হয়। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আশুলিয়া থানার ওসি আবদুল হান্নান জানান, আসামীদের আদালতে পাঠনো হয়েছে।

 

 

সর্বাধিক পঠিত