আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়া ইউনিয়নের উদ্যোগে শুক্রবার (৩১ অক্টোবর) বাদ জুম্মা নির্বাচনী জনসেবা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সেক্রেটারি ইব্রাহিম খলিলের সঞ্চালনায় ও মুফতি মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, ঢাকা জেলা সেক্রেটারি ও জামায়াত মনোনীত ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী মাওলানা মোঃ আফজাল হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোঃ আফজাল হোসাইন বলেন, জুলাই জাতীয় সনদসহ ৫ দফার ভিত্তিতে নির্বাচনের দাবি জানান। তিনি বলেন, নির্বাচিত হলে প্রয়োজনীয় রাস্তাঘাট নির্মাণ করা হবে, রাস্তাঘাট সংস্কার করা হবে, জানজট নিরসন করা হবে, নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে, সকল ধর্মের মানুষ স্ব স্ব ধর্ম স্বাধীনভাবে পালনের সুযোগ পাবে এবং সরকারি-বেসরকারি সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। পাঁচ বছরে সকল কাজের হিসাব বই আকারে জাতির সামনে পেশ করা হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার আইন বিষয়ক সেক্রেটারি এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, জেলা কর্মপরিষদ সদস্য লুৎফর রহমান মোল্লা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি হারুনর রশীদ, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ ওমর ফারুক, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম, আশুলিয়া থানা আমীর বশির আহমেদ প্রমুখ।
এছাড়াও জেলা, থানা, ইউনিয়নের বিভিন্ন স্তরের দায়িত্বশীল, জনশক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
