স্টাফ রিপোর্টার : সাভারে রেডিও কলোনি বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ঝটিকা মিছিল করেছে। সাভার উপজেলা ছাত্রলীগ, ঢাকা জেলা উত্তর ব্যানারে লেখা এ মিছিলটি অনুষ্ঠিত হয়।
৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে পালিয়ে যাওয়া পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ব্যানারে বিভিন্ন লেখা ছিল।
মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, বিভিন্ন শ্লোগান শেষে দ্রুত স্থান ত্যাগ করেন।
এ ব্যাপারে সাভার মডেল থানার উিউটি অফিসার (এসআই) সেলিনা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে। কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি।
