শুক্রবার, 18 জুলাই 2025
MENU
daily-fulki

প্রেমাদাসার উইকেট বুঝে সতীর্থদের যে পরামর্শ দিলেন তামিম

প্রথম ওয়ানডেতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভালো শুরু এনে দিয়েছিলেন তানজিদ হাসান তামিম। ওপেনিংয়ে নেমে ৬২ রানের ঝকঝকে ইনিংস খেলে দলকে এনে দিয়েছিলেন আশার আলো। কিন্তু তার ওই ইনিংসেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় এক সময় মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ৭৭ রানে ম্যাচ হারে টাইগাররা।

ইনিংস সাজাতে কলম্বোতে দীর্ঘ সময় কাটানোয় বাকিদের থেকে কিছুটা হলেও উইকেটের চরিত্র বুঝতে পেরেছেন তানজিদ তামিম। তাই দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে সতীর্থদের দিয়েছেন গুরুত্বপূর্ণ পরামর্শ। তামিম বলেন, ‘এই উইকেটে যারা সেট হবে, তাদেরই লম্বা ইনিংস খেলতে হবে। নতুন ব্যাটারদের একটু সময় নিয়ে খেলতে হবে। যারা উইকেটে সেট হয়ে যাবে, তাদের শেষ পর্যন্ত খেলার চেষ্টা করতে হবে।’

দলের পক্ষে সর্বোচ্চ রান করলেও নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন ২৪ বছর বয়সী বাঁহাতি ওপেনার। তামিম বলেন, ‘আমি বলব না ভালো খেলেছি। কারণ দলের দরকারটা পূরণ করতে পারিনি। যদি সেটা করতে পারতাম, তাহলে বলতাম ভালো খেলেছি, দলের জন্য কিছু করতে পেরেছি।’

তামিমের আক্ষেপ শান্তর সঙ্গে জুটিটা আরও বড় করতে না পারা নিয়ে। তার ভাষ্য, ‘আমি আর শান্ত ভাই দুজনই সেট ছিলাম। আমরা যদি আর ৫-১০ ওভার খেলতে পারতাম, তাহলে ম্যাচটা অন্যরকম হতে পারত। আমাদের আউটটা দুর্ভাগ্যজনক ছিল। একটা রান আউট আর একটা অসাধারণ ক্যাচে আমাদের ইনিংস শেষ হয়ে যায়। সেখান থেকে যদি দুইটা ৩০-৪০ রানের জুটি হতো, তাহলে ম্যাচ সহজ হয়ে যেত।’


News Writer

SB

সর্বাধিক পঠিত