আশুলিয়া প্রতিনিধি : সাভারে বুধবার দুপুরে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদেশ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান।
ফিজির বহুজাতিক বিষয়ক আখ ও শিল্প মন্ত্রী চরন জেথ সিং এসময় আরও বলেন, বাংলাদেশ থেকে ফিজিতে জনশক্তি রপ্তানীতে গতি আনতে কাজ শুরু হয়েছে। তারা বৈধ পথে বাংলাদেশ থেকে ফিজিতে জনশক্তি রপ্তানী করতে চায়। ইতিমধ্যে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য চালুর বিষয়ে তারা উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশে অনেক দক্ষ কর্মী আছে যারা ফিজিতে গিয়ে সুগার মিলে কাজ করতে পারবে বলেও বলেন তিনি। এসময় তিনি বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এক মিনিট নিরাবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে তিনি ডিওএইচএস এলাকায় দি এ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন এন্ড কনসালটেন্ট লিমিটেড পরিদর্শন করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ফিজির বহুজাতিক বিষয়ক আখ ও শিল্পের স্থায়ী সচিব ড. বিনেশ কুমার, আখ চাষি পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মি. বিমল দত্ত, দি এ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন এন্ড কনসালটেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান, সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু।
