বুধবার, 29 অক্টোবর 2025
MENU
daily-fulki

ওসমানী বিমানবন্দরে লন্ডনগামী উড়োজাহাজে বোর্ডিং ব্রিজের ধাক্কা, ফ্লাইট বিলম্বিত | dailyfulki

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজে বোর্ডিং ব্রিজের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে সময়সূচিতে পরিবর্তন হয়েছে লন্ডনগামী এই ফ্লাইটটির। আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ জানান, উড়োজাহাজটি আজ সিলেট থেকে লন্ডনে ছেড়ে যাওয়ার কথা ছিল। ছেড়ে যাওয়ার আগে বোর্ডিং ব্রিজ সরানোর সময় ধাক্কা লাগে। এতে করে উড়োজাহাজটি উড্ডয়নের অনুপযোগী হয়ে যায়।

 

মো. হাফিজ আহমেদ বলেন, নিধার্রিত সময়ে ফ্লাইটি ছেড়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ঢাকা থেকে আসা আরেকটি উড়োজাহাজ যাত্রীদের নিয়ে দুপুর বিকল্প ফ্লাইটে সিলেট ছেড়ে যাবে।’ যাত্রীরা বিমানবন্দরে অবস্থান করছেন।

সর্বাধিক পঠিত