স্টাফ রিপোর্টার : বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৬২ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ বুধবার সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো— বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি।
আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ১৪ গুণেরও বেশি রয়েছে।
আজ ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে ঢাকার গোড়ান (১৯১) এলাকায়। তালিকায় এর পরেই রয়েছে বেচারাম দেউড়ি (১৮৯), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৭৭), মাদানি সরণির বেজ এজওয়াটার আউটডোর (১৭০), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৬২) এলাকায়। এসব এলাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আজ বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে পাকিস্তানের শহর লাহোরে। ৪৬২ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘’ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ভারতের দিল্লি ২৪৭ ও চীনের বেইজিং ২০৬ এর বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এছাড়া চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা পাকিস্তানের করাচী ১৭৩, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১৭০ ও চীনের উহান ১৬৩ শহরের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।
এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
