মাসুম বাদশাহ, সিংগাইর, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা গ্রামে হাফেজ ওবায়দুল্লাহ (৪৫) নামের এক ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টারদিকে বাস্তা-মধ্য ধল্লা সড়কের মোশারফ ডাক্তার বাড়ির সামনে থেকে তাকে অপহরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় ওবায়দুল্লাহ সাভারে মোকামের উদ্দেশ্যে বের হন। এ সময় আব্দুল আজিজের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল একটি হাইয়েচ গাড়িতে করে এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। অপহরণের সময় তার কাছে প্রায় দুই লাখ টাকা ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
অভিযুক্ত আব্দুল আজিজ (৫০) ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার রহিতপুর গ্রামের মৃত মুনতাজ উদ্দিনের ছেলে। অপহরণের পর তিনি মোবাইল ফোনে ভুক্তভোগীর পরিবারের কাছে ৭ লাখ টাকা ও স্বর্ণালংকার মুক্তিপণ দাবি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় অপহৃত ব্যবসায়ীর স্ত্রী হাফিজা বাদী হয়ে আব্দুল আজিজের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান রতন জানান, “ভোরের দিকে দেখি একটি হাইচ গাড়ি রাস্তার পাশে দাঁড়ানো। পরে জানতে পারি, ওবায়দুল্লাহ ভাইকে অপহরণ করা হয়েছে। শুনেছি, অপহরণকারীরা তারই পরিচিত ভায়রা ভাই ।”
স্থানীয় বাসিন্দা সলিম পীর সাহেব বলেন, “পাওনা টাকার লেনদেন নিয়ে বিরোধের জেরে এমন ঘটনা ঘটতে পারে। এটি খুবই জঘন্য কাজ।”
এ বিষয়ে সিংগাইর থানার এসআই ফজলার বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং ঘটনার সত্যতা পাই। অপহৃত ব্যক্তিকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে।”
পুলিশ জানিয়েছে, অপহরণকারীদের শনাক্ত করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
