বুধবার, 29 অক্টোবর 2025
MENU
daily-fulki

সিংগাইরে যুবদলের র‌্যালি অনুষ্ঠিত | dailyfulki


মাসুম বাদশাহ,  মানিকগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।


সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক মন্জুরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব ইসমাইল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,


“অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়লাভ করে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। জনগণের অধিকার ও শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, পৌর যুবদলের আহ্বায়ক কাজী আনোয়ারসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


এ সময় বিপুল পরিমাণ নেতা-কর্মী অংশ নেন, ফলে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।


আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

 

সর্বাধিক পঠিত