স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে সাভার পৌর যুবদলের নেতা সুরুজ্জামানের নেতৃত্বে র্যালিটি ঢাকা-আরিচা মহাসড়কের থানা বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে সাভার বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন পৌর যুবদলের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী। তারা ব্যানার-ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় স্লোগানে উজ্জীবিত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকারের আন্দোলনে যুবদল সব সময় সামনের সারিতে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতা সুরুজ্জামান বলেন, জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকেই গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায়বিচারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা তরুণ প্রজন্মকে সংগঠিত করে দেশের স্বার্থে কাজ করে যেতে চাই।”
তিনি আরও বলেন, বর্তমান দমন-নিপীড়নের রাজনীতির মধ্যেও যুবদল দেশের তরুণ সমাজকে জাগ্রত করতে কাজ করছে। আমরা বিশ্বাস করি—ন্যায়, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে।”
র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন পৌর যুবদলের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ শতাধিক কর্মী।
অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনটি উদ্যাপন করেন সাভার পৌর যুবদলের নেতাকর্মীরা
