স্টাফ রিপোর্টার : রাজধানীর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল মসজিদের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। এ সময় মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, ২৮ অক্টোবরের হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে।
নতুন করে কোনো ফ্যাসিবাদের উদ্ভব যাতে না হয় সেদিকে সজাগ থাকতে হবে সবাইকে। বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, ঢাকা জেলা সেক্রেটারি ও জামায়াত মনোনীত ঢাকা -১৯ (সাভার-আশুলিয়া ) আসনের এমপি প্রার্থী মাওলানা মোঃ আফজাল হোসাইন বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন, গনহত্যাকারীদের বিচার, জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ করাসহ ৫ দফার ভিত্তিতে নির্বাচনের দাবি জানান।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন জেলা রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, আইন বিষয়ক সেক্রেটারি এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য লুৎফর রহমান মোল্লা, হারুনর রশীদ, আব্দুল কুদ্দুস, ইমদাদুল হক, প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম, সাভার পৌর আমীর আজিজুর রহমান, আশুলিয়া থানা আমীর বশির আহমেদ প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বিভিন্ন থানার নেতৃবৃন্দ ও কয়েকশত জনশক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
