মঙ্গলবার, 15 জুলাই 2025
MENU
daily-fulki

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব


স্টাফ রিপোর্টার : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বর্তমান চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তাঁর পরিবারের পাঁচ সদস্যের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ সোমবার (১৪ জুলাই) সব ব্যাংকের কাছে এই তথ্য চেয়ে চিঠি দিয়েছে বিএফআইইউ।

চিঠিতে বলা হয়েছে, ‘আপনাদের ব্যাংকে ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং তাঁর পরিবারের সদস্যেদের বা তাদের স্বার্থসংশ্লিষ্ট অন্য কোনো নামে যে কোনো (হিসাব খোলার ফরম ও হালনাগাদ বিবরণী), সঞ্চয়পত্র, বন্ড, লকার, ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ফাইল, প্রি-পেইড কার্ড, গিফট কার্ডসহ পাঁচ লাখ ও তার বেশি লেনদেনের ভাউচার আগামী ১৫ জুলাইয়ে মধ্যে বিএফআইইউকে পাঠাতে হবে।’

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী দেশত্যাগের পর ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়। আর পর্ষদ ভেঙে গত বছরের ২৪ আগস্ট নতুন ৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়। সেখানে ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওবায়েদ উল্লাহ আল মাসুদ ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সোনালী ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং তার আগে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত রূপালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সোনালী ব্যাংক থেকে অবসর গ্রহণের একটি দীর্ঘ সময় পর ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। তবে তাঁর শরিয়াহ ব্যাংকিংয়ের ওপর বাস্তব অভিজ্ঞতা না থাকায় নানা সমালোচনার মুখে পড়েন তিনি। যা নিয়ে ব্যাংকটির মধ্যে দুটো গ্রুপ সৃষ্টি হয়েছে।
 


News Writer

SB

সর্বাধিক পঠিত