স্টাফ রিপোর্টার : সাভার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী আদেশের ২০দিন পর মাহবুবুর রহমান রোববার (২৬ অক্টোবর) ঢাকা প্রশাসক তানভীর আহমেদ-এর কাছে যোগদান করেছেন। পরে রাত ৯টারদিকে সাভার আসেন। রাত সাড়ে ৯টারদিকে সাভার উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় সাভার উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ছাত্রদল, যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি সোমবার (২৭ অক্টোবর) থেকে নিয়মিত অফিস করবেন বলে জানা গেছে।
ঢাকা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব (মাঠ প্রশাসন) শিবানী সরকার গত ৭ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে নরসিংদী সদর উপজেলা থেকে সাভার উপজেলায় পদায়ন করেন।
এরআগে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ ৬ অক্টোবর (সোমবার) এক অফিস আদেশে সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: আবুবকর সরকারকে মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুরে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীকের কাছে দায়িত্ব হস্তান্তর করে অবমুক্ত হতে বলেছিলেন।
তাকে এরআগে গত ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো: শহিদুল ইসলাম চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়নের জন্য ন্যাস্ত করার নির্দেশ জারি করেছিলেন।
