সোমবার, 27 অক্টোবর 2025
MENU
daily-fulki

সাভারে ডিবির অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার|dailyfulki


স্টাফ রিপোর্টার : সাভারে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৫ অক্টোবর) পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গোয়েন্দা পুলিশ জানায়, শনিবার বিকেল সোয়া ৫টারদিকে গোপন সাংবাদের ভিত্তিতে তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর ছৈইতলা বাজার এলাকা থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আরিফকে গ্রেপ্তার করে এসআই আঃ সালাম ও তার সঙ্গীয় ফোর্স। 

গ্রেপ্তার আরিফ (২৫) সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর ছৈইতলা বাজার এলাকার মৃত কছুমুদ্দিনের ছেলে।


অপরদিকে একইদিন রাত ৮টারদিকে সাভার পৌরসভার রেডিও কলোনি নয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাজমুল নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে এসআই জুয়েল মিয়া ও তার সঙ্গীয় ফোর্স। গ্রেপ্তার নাজমুল (৩০) মানিকগঞ্জের হরিরামপুর থানার লাঙ্গলআলা এলাকার মৃত জিন্নত আলীর ছেলে।


ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন জানান, পৃথকস্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। রোববার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সর্বাধিক পঠিত