স্টাফ রিপোর্টার : সাভারে আবু সাইদ নামে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় আসামীদের দ্রুত গ্রেফতারসহ ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ডে এই মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। এরআগে বুধবার রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। বিক্ষোভের সময় মহাসড়কের প্রায় ২০ মিনিট ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বনগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইফুলের যোগসাজশে আওয়ামী লীগের সমর্থক জাকির বাহিনী ও তার লোকজন কৃষক আবু সাঈদকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় মামলার ৪দিন পার হলেও এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এমপি, মন্ত্রী ও সরকারী কোন কর্মকর্তার সাথে এই ধরণের কোন ঘটনা ঘটলে আসামীকে মূহুর্তের মধ্যে গ্রেফতার করে প্রশাসন। কিন্তুু আমরা যারা সাধারণ পাবলিক আছি আমাদের কেউ এভাবে মারা গেলে আসামীদেরকে গ্রেফতার করতে এত কালক্ষেপণ কেন এমন প্রশ্নের জবাব চাই প্রশাসনের কাছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি আসামীদেরকে গ্রেফতার না করা হয়, তাহলে আমরা দরকার হলে ঢাকার রাজপথে গিয়ে বিক্ষোভ করবো বলে হুঁশিয়ারী সংকেত দেন তারা।
নিহতের বড় ভাই অভিযোগ করে বলেন, ঘটনারদিন জাকির গ্রুপের মাধ্যমে আমার ভাইকে ডেকে আনে
সাভার মডেল থানার ওসি জুয়েল মৃধা। ওসি যাওয়ার ২০মিনিট পরেই আমার ভাই হত্যার শিকার হয়। এই ঘটনা ওসির যোগসাজশ আছে বলে তার অভিযোগ।
আপনার পৃষ্ঠপোষকতায় জাকির বাহিনী এই ধরনের হত্যাকান্ড ঘটিয়েছে বলে নিহতের পরিবারের অভিযোগ এমন প্রশ্নের জবাব সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল মিয়া বলেন, সাভার থানার ওসি শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে থাকে। ওই এলাকায় সাভার থানার কোন জমিজমা বিরাজ নেই যে, ওইখানে তার স্বার্থ সংশ্লিষ্ট কোন কিছু আছে। তাদের দু’পক্ষের সাথে আগে থেকেই বিরোধ ছিল এবং তাদের দুপক্ষের মধ্যে পাল্টা মামলা ছিলো দীর্ঘদিনের।
