মঙ্গলবার, 15 জুলাই 2025
MENU
daily-fulki

বাংলাদেশে আর কোনো স্বৈরাচার আসতে দেব না : সালাউদ্দিন বাবু


স্টাফ রিপোর্টার : বাংলাদেশে আর কোনো স্বৈরাচারী সরকারকে আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।


সোমবার (১৪ জুলাই) দুপুরে সাভারে শহীদ নাফিসা, শহীদ মারুফ, শহীদ শ্রাবণ গাজী এবং শহীদ মুন্না চত্ত্বরের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের সাথে এ কথা বলেন।


এসময় তিনি বলেন, “জুলাই-আগস্টে গুলিতে নিহত সকল শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। বিএনপি সবসময় শহীদ পরিবারের পাশে ছিল, আছে এবং থাকবে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচার করা হবে।”


অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্যরা ছাড়াও বিএনপির স্থানীয় ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তারা শহীদদের আত্মার কামনা করে দোয়া করেন।
 


News Writer

SB

সর্বাধিক পঠিত