মঙ্গলবার, 15 জুলাই 2025
MENU
daily-fulki

সিংগাইর থানার কোয়ার্টারে ৬ গোখরো সাপ


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর থানার অফিসার আবাসিক কোয়ার্টার থেকে ৬টি খৈয়া গোখরো সাপ জীবিত উদ্ধার করা হয়েছে। সাপগুলো নিরাপদে সংরক্ষণের জন্য নির্ধারিত স্থানে পাঠানো হয়েছে।


রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিফিকোলজি স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের পরিচালক সৈয়দা অনন্যা ফারিয়া সাপগুলো উদ্ধার করেন। এ সময় তার সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন একই প্রতিষ্ঠানের সদস্য ফয়সাল কবির ও মাহফুজুর রহমান।


উদ্ধারকারী টিম জানায়, বিষধর এ সাপগুলো প্রাকৃতিকভাবে আশ্রয়ের খোঁজে লোকালয়ে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হলেও পরিবেশ ও জীববৈচিত্্র্্য রক্ষায় সাপগুলো জীবিত উদ্ধার করাকে অনেকে সাধুবাদ জানিয়েছেন।


সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের ধারণা থানার আশপাশে আরও সাপ থাকতে পারে।
 


News Writer

SB

সর্বাধিক পঠিত