শনিবার, 25 অক্টোবর 2025
MENU
daily-fulki

মানিকগঞ্জ-২ আসনে জামায়াত ও চরমোনাই প্রার্থীর শুভেচ্ছা বিনিময়|dailyfulki


সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর-সদর) আসনে নির্বাচনী প্রচারণার মাঠে দেখা মিলেছে সৌহার্দ্যপূর্ণ এক দৃশ্যের। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ডে গণসংযোগে বের হয়ে একে অপরের মুখোমুখি হন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের মুহাম্মদ জাহিদুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) মনোনীত প্রার্থী হাতপাখা প্রতীকের মোহাম্মদ আলী।


সাক্ষাৎকালে দুই প্রার্থী আন্তরিকভাবে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উভয় দলের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 


মানিকগঞ্জ-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান নির্বাচন সমন্বয়কারী হাকিম মোহাম্মদ অলি-উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুই প্রার্থী ইসলাম, দেশ ও মানবতার স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা করেছেন। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা।


স্থানীয় জানিয়েছেন, একই আদর্শভিত্তিক ইসলামী রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ নির্বাচনী সংস্কৃতিতে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
 

সর্বাধিক পঠিত