আশুলিয়া প্রতিনিধি : মানুষ বাংলাদেশ জামায়াত ইসলামকে স্বত:স্ফূর্তভাবে ভোট দিবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা সেক্রেটারি ও ঢাকা-১৯ থেকে দলীয় মনোনিত প্রার্থী অধ্যক্ষ মো. আফজাল হোসাইন।
শুক্রবার বিকালে গাজিরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবী ঘোষণা করেছে আগামী নির্বাচনকে সামনে রেখে এই জাতির কল্যাণের জন্য। যার মধ্যে জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে। তাহলে ভোটের সময় কালো টাকার ছড়াছড়ি হবে না। নির্বাচনে প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, স্বৈরাচার হাসিনা সরকারের বিচার দৃশ্যমান করতে হবে। পতিত স্বৈরাচার সরকারের সহযোগী জাতীয় পার্টি এবং ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে।”
তিনি আরও বলেন, ঢাকা-১৯ আসনের জনগণ জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী করতে দেওয়া হবে না। মহিলাদের ইজ্জত আবরুর নিশ্চয়তা দেয়া হবে। বাজেটের টাকার হিসাব জনগণের সামনে প্রকাশ করা হবে।
আশুলিয়া থানা জামায়াতের আমীর অধ্যক্ষ বশির আহমেদের সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা জামায়াতের আমীর বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাভার পৌর মেয়র পদপ্রার্থী হাসান মাহবুব মাস্টার, জেলা সাংস্কৃতিক সম্পাদক অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, জেলা আইন সম্পাদক এডভোকেট শহিদুল ইসলাম, ঢাকা জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ হারুন অর রশিদ ও ঢাকা জেলা শিক্ষা সম্পাদক অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরাসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।
