শনিবার, 25 অক্টোবর 2025
MENU
daily-fulki

মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে| dailyfulki

 

স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরের কালশীতে ‘বিবাহ বাড়ি’ কমিউনিটি সেন্টার ভবনের ৬ তলায় লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের চেষ্টায় মিরপুরের কালশীর বহুতল ভবনের আগুন রাত ১২টা ৫ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

এর আগে, রাত ১০টা ২২মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ১০টা ২৭মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ইউনিট। এরপর আরও ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
 

সর্বাধিক পঠিত