মঙ্গলবার, 15 জুলাই 2025
MENU
daily-fulki

হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া তাদের দুই ছেলে ও এক মেয়ের কাছে সম্পদের হিসাব চেয়ে নোটিশও পাঠিয়েছে সংস্থাটি।

সোমবার (১৪ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ হানিফের বিরুদ্ধে একটি মামলা করেন সহকারী পরিচালক মনিরুল ইসলাম। আরেকটি মামলায় হানিফ ও তার স্ত্রী ফৌজিয়াকে আসামি করে বাদী হন উপসহকারী পরিচালক সুবিমল চাকমা।

মামলার অভিযোগে বলা হয়েছে, হানিফ জ্ঞাত আয়বহির্ভূতভাবে ২৭ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৩১ টাকার সম্পদ অর্জন করেছেন। তার ১৮টি ব্যাংক হিসাবে প্রায় ৮৬ কোটি ৬৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে।

অপর মামলায় ফৌজিয়ার বিরুদ্ধে অভিযোগ, স্বামীর সঙ্গে যোগসাজশে তিনি ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার ১৬টি ব্যাংক হিসাবে ৩৩ কোটি ১৩ লাখ টাকার বেশি লেনদেনও সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে দুদক।

দুদক জানিয়েছে, মামলার পাশাপাশি অভিযুক্তদের ব্যাংক হিসাব ও স্থাবর-অস্থাবর সম্পদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। তদন্ত চলছে।

 


News Writer

SB

সর্বাধিক পঠিত