স্টাফ রিপোর্টার : সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা আবু সাঈদ (৫২) হত্যার ঘটনায় ৫২ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে এলাকার বিক্ষুব্ধ জনগণ শুক্রবার (২৪ অক্টোবর) হত্যার সাথে জড়িত জাকির হোসেনের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুদ্ধরা চলে যায়। পুলিশ জাকির হোসেনের বাড়ী ভাংচুরের সত্যতা নিশ্চিত করেছেন। অভিযুক্ত জাকির হোসেন (৪২) স্থানীয় আলী জানের ছেলে।
এদিকে নিহত আবু সাঈদের ছেলে যায়েদ হাসান বাদী হয়ে জাকির হোসেনকে প্রধান আসামী করে ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেছেন। নিহত আবু সাঈদ বনগাঁ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-দফতর স¤পাদক ছিলেন এবং স্থানীয় মরহুম মুনজাত আলীর ছেলে। বিএনপি নেতা হত্যার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য, গত বুধবার রাতে বনগাঁও ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন বাবুলের সাথে দীর্ঘদিন ধরে নিশান লেক সিটির হাউজিং ব্যবসাসহ নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব সংঘাত চলছিল জাকির হোসেনের সাথে। এর জেরধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে বনগাঁও ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক স¤পাদক জহির উদ্দিন বাবুল (৪৮) আরিফ হোসেন (৪০), সনি মোল্লা (৬০), মোস্তফা (৫০), জবেদ আলী (৩২), আনন্দ (১৮), আরাফাত (১৮) ও আবু বক্কর সিদ্দিক (৫০) ৯ জন আহত হয়।
তাঁদের সবাইকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে গুরুতর আহত আবু সাঈদকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎচক তাকে মৃত ঘোষণা করেন। এখনও সহসাংগঠনিক স¤পাদক জহিরউদ্দিন বাবুল আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
সাভার মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আশিক ইকবাল জানান, এ ঘটনায় এজহারভুক্ত আসামী আনোয়ার নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজহারভুক্ত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
